• Sat. Mar 15th, 2025

কোপার ফাইনালে ৫ মিনিটের জন্য কত নিচ্ছেন শাকিরা?

Bymelomasum

Jul 14, 2024
wellcome to melomasum.com

ফুটবলের সঙ্গে দারুণভাবে নাম জড়িয়ে রয়েছে কলম্বিয়ান গায়িকা শাকিরার। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এবার কোপা আমেরিকার শেষ ঝলকে দেখা মিলবে তার। তবে ফাইনাল ম্যাচে গান গেয়ে কত নেবেন শাকিরা? সেই অংক জানিয়েছেন আর্জেন্টিনার এক সাংবাদিক।

চলমান কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আগামীকাল (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।


কলম্বিয়ান গায়িকা কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চ মাতাবেন। বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে হবে শাকিরার কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নিবেন ২ মিলিয়ন ডলার। সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করবেন।

thanks for visite

One thought on “কোপার ফাইনালে ৫ মিনিটের জন্য কত নিচ্ছেন শাকিরা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *