
কলম্বিয়ান গায়িকা কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চ মাতাবেন। বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে হবে শাকিরার কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়ানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নিবেন ২ মিলিয়ন ডলার। সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করবেন। thanks for visite
One thought on “কোপার ফাইনালে ৫ মিনিটের জন্য কত নিচ্ছেন শাকিরা?”