• Sat. Mar 15th, 2025

ক্ষমা করে দিও আমাকে|khoma kore dio amake|Asif akbar|Bangla lyrics|

Bymelomasum

Nov 28, 2024
ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারি না তোমাকে

চলে গেছো অনেক দূরে

আসবে না জানি ফিরে

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারি না তোমাকে

কখনো ভালবাসনি…|Kokhono valobasoni|Asif akbar|Bangla lyrics|

জানিনা কী অপরাধে

আমাকে সাজা দিলে

কী ভূল ছিল আমার

এভাবে আমায় কাঁদালে

জানিনা কী অপরাধে

আমাকে সাজা দিলে

কী ভূল ছিল আমার

এভাবে আমায় কাঁদালে

শত সৃতি ভরা স্বপন

জমে আছে আমার বুকে

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারি না তোমাকে

চলে গেছো অনেক দূরে

আসবে না জানি ফিরে

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারি না তোমাকে

জীবনে চলার এই পথে

দেখা হয় যদি দুজনার

সেদিনও দেখবে চেয়ে তুমি

অপেক্ষায় আছি তোমার

জীবনে চলার এই পথে

দেখা হয় যদি দুজনার

সেদিনও দেখবে চেয়ে তুমি

অপেক্ষায় আছি তোমার

আড়ালে লুকিয়ে মন

বারে বারে সুদু যে ডাকে

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারি না তোমাকে

চলে গেছো অনেক দূরে

আসবে না জানি ফিরে

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারি না তোমাকে

চলে গেছো অনেক দূরে

আসবে না জানি ফিরে

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারি না তোমাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *