• Sat. Mar 15th, 2025

খাঁচার ভিতর অচিন পাখি|Kachar vitor ochin pakhi|Lalon fokir|Bangla lyrics|

Bymelomasum

Dec 3, 2024
খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে|Akasher oi miti miti tarar sathe |Kank chapa|Bangla lyrics|

তারে ধরতে পারলে মনোবেড়ী

ধরতে পারলে মনোবেড়ী

দিতাম পাখির পায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

আট কুঠুরী নয় দরজাটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

অপেক্ষা করুন

আট কুঠুরী নয় দরজাটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

তার উপরে সদর কোঠা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

কপালের ফ্যার নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

অপেক্ষা করুন

কপালের ফ্যার নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ভেঙ্গে পাখি আমার

খাঁচা ভেঙ্গে পাখি আমার

কোন বনে লুকায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

অপেক্ষা করুন

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

কোনদিন খাঁচা পড়বে খসে

কোনদিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মনোবেড়ী

ধরতে পারলে মনোবেড়ী

দিতাম পাখির পায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *