• Sun. Feb 16th, 2025

গানের ডালি ভরে দে|ganer dali bhare|Lyrics

Bymelomasum

Aug 8, 2024
গানের ডালি ভরে দে গো উষার কোলে–

     আয় গো তোরা, আয় গো তোরা, আয় গো চলে ॥

চাঁপার কলি চাঁপার গাছে    সুরের আশায় চেয়ে আছে,

          কান পেতেছে নতুন পাতা গাইবি ব’লে ॥

              কমলবরণ গগন-মাঝে

              কমলচরণ ওই বিরাজে

ওইখানে তোর সুর ভেসে যাক,   নবীন প্রাণের ওই দেশে যাক,

          ওই যেখানে সোনার আলোর দুয়ার খোলে ॥

Majhe Majhe Tobo Dekha Pai|Ore ki korile bolo paibo tomare|মাঝে মাঝে তব দেখা পাই|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *