• Thu. Apr 24th, 2025

গুলিতে প্রাণ হারালেন তানজিন তিশার সহকারী, জানালেন নিজেই

Bymelomasum

Jul 24, 2024
wellcome to melomasum.com for authentic news as soon as fast

দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। তবে গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাতে স্বল্প পরিসরে ইন্টারনেট চালু হলে দেশের জনপ্রিয় অভিনেত্রী একটি শোকের খবর শেয়ার করেছেন তার সমাজ মাধ্যমে।

অভিনয়শিল্পী তানজিন তিশা তার ফেসবুকে জানিয়েছেন সম্প্রতি মারা গেছে তার সহকারী আলামিন। তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছেন।


সহকারী আলামিনের সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। তিশা লিখেছেন, ‘একটা না দুই-দুইটা গুলি কী করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা? আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল না।’


অভিনেত্রী আরও বলেন, ‘ওর বিগত চার বছর জীবনটা আমার সঙ্গে, আমার কাজের ও আমার পরিবারের সঙ্গেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই। খুব ছোট একটা মানুষ, এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন, সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।’

তানজিন তিশার ভাষায়, ‘আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট নয়, ও আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে। আমার পরিবারে থাকে, পরিবারের অংশ হয়ে। আপুর কী লাগবে, আপু কী খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো—সবকিছু এই ছেলেটাই জানত আর দেখত!’

আলামিনকে নিয়ে তিশার পরিকল্পনা ছিল অন্যরকম। বিষয়টিকে ধরে অভিনেত্রী জানান, ‘আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকত। আমার কত পরিকল্পনা ওকে নিয়ে! ওকে ড্রাইভিং শেখাব! জোর করে বলতাম, পড়াশোনাটা নিয়মিত করতে, পরীক্ষাটা দিতে। কত বকা দিয়েছি, আবার একটু পর ঠিকই বোঝাতাম, আবার মন খারাপও করে থাকত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *