• Wed. Dec 11th, 2024

গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ| gram sara oi rangamati….lyrics

Bymelomasum

Jun 13, 2024
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

আমার…মন ভুলায় রে

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

আমার…মন ভুলায় রে

ও যে কার পানে মন

হাত বাড়িয়ে…

লুটিয়ে জায় ধুলায়রে আমার

মন ভুলায় রে

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

আমার…মন ভুলায় রে

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

আমার…মন ভুলায় রে

নতুন নতুন HD,VC গান পেতে হলে

আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন

ও যে আমায়

ঘরের বাইর করে

পায়ে,পায়ে,পায়ে ধরে

মরি হায় হায় রে

ও যে কেড়ে আমায়

নিয়ে যায় রে

যায় রে কোন চুলায় রে আমার

মন ভুলায় রে

ও কোন বাঁকে কি ধন দেখাবে…

কোন খানে কি দায় ঠেকাবে…

কোথায় গিয়ে শেষ মেলে যে..

ভেবে না কুলায় রে আমার

মন ভুলায় রে

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

আমার…মন ভুলায় রে

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

আমার…মন ভুলায় রে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *