জেনে যাবে কেউ জেনে যাবে চুমকি চলেছে একা পথে|Chumki Choleche Eka|Pantho kanai|Abdul jobbar|Bangla lyrics
ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই একসাথে
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কি গো তোমার
কেউ দেখবে যে
ক্ষতি কি তাতে
কেউ জানবে যে
জানে জানবে সে
না হয় ঘুম রবে না আঁখিপাতে
যদি তুমি আমি রই একসাথে
কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সব এলোমেলো
অবুঝ মনা
কিছু বোঝ না
কথা মানো না
রাখো ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই একসাথে…