• Sun. Feb 16th, 2025

চুমকি চলেছে একা পথে|Chumki Choleche Eka|Pantho kanai|Abdul jobbar|Bangla lyrics|

Bymelomasum

Jan 1, 2025
চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

আমি আকাশ পাঠাবো|Ami Akash Pathabo|Rafa|FEAT.Fuad|Bangla lyrics|

রাগ করো না সুন্দরী গো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি

চাবুক রেখে আমার হাত ধর সেই ভালো

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি

চাবুক রেখে আমার হাত ধর সেই ভালো

একা একা এই পথে চলোনা

আর কারও নজরে পড়োনা

তাহলে যে মরে যাব আমি

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

মুখেতে গালি

মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি কর লাগে ভালো

মুখেতে গালি

মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি কর লাগে ভালো

আমাকে পাশে নিয়ে চল না

মিষ্টি করে তুমি বল না

তোমাকে যে আমি ভালবাসি

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *