• Sat. Mar 15th, 2025

চোখেরই জলে লেখা কত যে কবিতা|Chokheri Jole Lekha|Asif akbar|Bangla lyrics|

Bymelomasum

Oct 18, 2024
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে

Jodi Himaloy Aalpser|যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ|Manna dey|Bangla lyrics|

যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো, সেদিন আমার মরণ হবে

চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে

ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে

ও, ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে

সবকিছু এখানেই জানি পড়ে রবে
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে

চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে

কষ্টরা জমা হয়ে কাঁদে দিনরাত্রি
নীরব রাতের সাথে আমি একা যাত্রী

ও, কষ্টরা জমা হয়ে কাঁদে দিনরাত্রি
নীরব রাতের সাথে আমি একা যাত্রী

আঁধার এখন আমার বড়ো ভালো লাগে
মনে হয় কে যেন পিছু থেকে ডাকে

চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে

যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো, সেদিন আমার মরণ হবে

চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *