• Sun. Feb 16th, 2025

চোখের জলে আমি ভেসে চলেছি|Chokher Jole Ami|Lyrics

Bymelomasum

Aug 10, 2024
welcome to melomasum.com

চোখের জলে আমি ভেসে চলেছি
পথের দেখায় আমি পথে নেমেছি

হায় রে, মনের আশা আজও মেটেনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি

চোখের জলে আমি ভেসে চলেছি
পথের দেখায় আমি পথে নেমেছি

হায় রে, মনের আশা আজও মেটেনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি

আঁধার হলে আলো জ্বলে
আলো আঁধারকে দূরে বলে
কত মানুষ এই দুনিয়াতে

তবু আমার…
তবু আমার নেই কেহ সাথে

হায় রে, বিধির কৃপা আজও জোটেনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি

আকাশ যত দূরে থাকে
তবু মাটি কাছে ডাকে
মেশে তারা দূর সীমানাতে

পাইনি আমি…
পাইনি আমি খুঁজি যারে

হায় রে, তবু আমি আশা ছাড়িনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি

চোখের জলে আমি ভেসে চলেছি
পথের দেখায় আমি পথে নেমেছি

হায় রে, মনের আশা আজও মেটেনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি

হায় রে, মনের আশা আজও মেটেনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি

প্রেম হইলোরে বাবুই পাখির বাসা|Prem hoilo re babui pakhir basa |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *