• Sat. Mar 15th, 2025

জাত গেলো জাত গেলো বলে|Jat gelo jat gelo bole |Lalon fokir|Bangla lyrics|

Bymelomasum

Dec 3, 2024
জাত গেলো গাত গেলো বল

অসাধারন একটি গান

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

সত্য কাজে কেউ নয় রাজি

সত্য কাজে কেউ নয় রাজি

সবি দেখি তা না-না-না

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

আসবার কালে কি জাত ছিলে

এসে তুমি কি জাত নিলে,

আসবার কালে কি জাত ছিলে

এসে তুমি কি জাত নিলে,

কি জাত হবা যাবার কালে

কি জাত হবা যাবার কালে

সে কথা ভেবে বল না

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি

লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে|Loke bole lalon fokir |Lalon fokir|Bangla lyrics

এক জলেই সব হয় গো শুচি,

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি

এক জলেই সব হয় গো শুচি,

দেখে শুনে হয় না রুচি

দেখে শুনে হয় না রুচি

যমে তো কাকেও ছাড়বে না

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে

গোপনে যে বেশ্যার ভাত খায়,

তাতে ধর্মের কি ক্ষতি হয়

গোপনে যে বেশ্যার ভাত খায়,

তাতে ধর্মের কি ক্ষতি হয়।

লালন বলে জাত কারে কয়

লালন বলে জাত কারে কয়

এ ভ্রম তো গেল না

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে

সত্য কাজে কেউ নয় রাজি

সত্য কাজে কেউ নয় রাজি

সবি দেখি তা না-না-না

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *