এঁকেছি যে তোমায় আমার এই মনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
নীরবে এসে দিয়েছো দোলা
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে। আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন
তোমায় করেছি আপন
তুমি আমারই জীবন
তুমি যে সকল আশার প্রেরনা।
ভেঙ্গে দিও না মন
কেড়ে নিও না স্বপন
তুমি যে আমার শেষ ঠিকানা নীরবে এসে দিয়েছো দোলা
মৃদু হাওয়ার মত আমার স্বপনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে। আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন।
তোমায় করেছি আপন
তুমি আমারই জীবন
তুমি যে সকল আশার প্রেরনা।
ভেঙ্গে দিও না এ মন
কেড়ে নিও না স্বপন,
তুমি যে আমার শেষ ঠিকানা। শোন প্রিয় কত যতনে
এঁকেছি যে তোমায় আমার এই মনে
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু, তোমার চোখে।
কি যাদু, তোমার প্রেমে
কি যাদু। thanks all for visite here