• Mon. Feb 10th, 2025

জামায়াত-বিএনপি একটা উদ্দেশ্য নিয়েই সহিংসতা চালিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bymelomasum

Jul 24, 2024
wellcome to melomasum.com

visite my website for authientic news

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাম্প্রতিক সহিংসতায় নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের কাছে সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

আপিল বিভাগের রায়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের যে কোটা, সেটাও কার্যকর হবে না। তার কারণ হলো আমরা যারা মুক্তিযোদ্ধা, তাদের সন্তানদের বয়স এরইমধ্যে ৩০ বছর পেরিয়ে গেছে। কাজেই মুক্তিযোদ্ধার কোটা এখন কার্যকর হবে না। তারপর কেন আন্দোলন? আন্দোলনের সব দাবি মেনে নেয়া হয়েছে। জামায়াত-বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

‘এরইমধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থভাবেই বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন। ২০১৮ সালের আন্দোলনের সময় আমরা কোটা বিলুপ্ত করে দিয়েছিলাম। তারপরে সংক্ষুব্ধ হয়ে দুজন আদালতে একটি রিট আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোটা আবার চালু করতে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছিলেন,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *