রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে ও, আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গলে পরিলাম
আমি গলে পরিলাম
ও, আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গলে পরিলাম আমার সাধের মালা
আমার সাধের মালা যায় রে ছিঁড়ে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে ও, আমি কতজনে কত কী দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম
ও, আমি কতজনে কত কী দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হইলো না রে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশিদিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে আমার হৃদয় একটা আয়না|Amar Hridoy Ekta Ayna|Lyrics