আমি বেশ,
তোমাকে ঘিরেই আমার দিনের
শুরু থেকে শেষ। (২) জড়ালে এ কোন মায়াতে আমায়
পড়ে আছে মন তোমারি পাড়ায়,
তোমার মায়ায় .. লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ। ডুবেছি ভেসেছি সে ভালোবাসতে ভারি
এ দুজনে,
এঁকেছি কত না ছবি যে আমি তোমারই
মনে মনে।
ঘুমই তো আসেনা এখন রাত-বিরেতে
আর একেলা,
নিজেকে হারিয়ে চেয়েছি তোমাকে পেতে
সারাবেলা। মিশেছো তুমি আমারই রোজনামচায় .. জড়ালে এ কোন, মায়াতে আমায়
পড়ে আছে মন, তোমারি পাড়ায়,
তোমার মায়ায় .. লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ।