জলের কাছে খানিক বেঁচে থাকা।
তবুও, শরীরটুকু মেঘে ঢাকা আছে
শহর জুড়ে কবর খুঁড়ে রাখা। তোমার কাছে রাখা গোটা সকাল
কাঁচের ব্যথা নিমেষে ভাঙচুর,
নিয়ম করে নাহয় দিও সাড়া
পরের ষ্টেশন অনেকখানি দূর। তবুও, কিছু বিষাদ ঢেউয়ে ভেসে আসে
ক্ষত বয়ে বয়ে বাড়ে ঝিনুক।
তবুও বেনামী ঝড়জলের বেলাশেষে
নোনা দেওয়াল জুড়ে মনের অসুখ। তোমার নামে দিলাম খোলাচিঠি
জাহাজী ভোর ছুঁয়ে ফেরে পাখি,
দু একটা দিন আবার অবকাশে
তোমার কাছে হেঁটে যাবো ঠিক। সবাইকে ধন্যবাদ