আমি চলে গেলে কি নিয়ে তুমি থাকবে..
বড় বেশি জানতে কি ইচ্ছে করে
ভুলে যাবে নাকি আমায় মনে রাখবে.. বৃষ্টি ভেঁজা কোনো দুপুরে
ভেবে কি তুমি কাদঁবেনা..
জোছনা ধোঁয়া কোনো রাতে
বিষন্ন কি হবে না.. তুমি তাজমহল গড়ো
হ্নদয়ে তোমার কখনও হারালে..
চোখেরই জল মুছে ফেলো
কোলাহল থেকে একটু আড়ালে.. তোমার সে তাজমহলে স্মৃতি করে
রেখো আমায় কাছাকাছি..
হয়তো এ দেহ থাকবে না
ভেবো তোমার নিশ্বাসে বেঁচে আছি..
আমার স্পর্শ কি তুমি অনুভব করবেনা.. তুমি তাজমহল গড়ো
হ্নদয়ে তোমার কখনও হারালে..
চোখেরই জল মুছে ফেলো
কোলাহল থেকে একটু আড়ালে.. তোমার বিষন্ন দুপুরে
নরম রোদ হয়ে রবো আকাশে..
তোমার জোছনা ধোঁয়া রাতে
হ্নদয় নিড় ছুঁয়া পাবে নি:শ্বাসে..
আমার স্পর্শ কি তুমি অনুভব করবেনা.. তুমি তাজমহল গড়ো
হ্নদয়ে তোমার কখনও হারালে..
চোখেরই জল মুছে ফেলো
কোলাহল থেকে একটু আড়ালে.. THANKS FOR VISIT