• Sun. Feb 16th, 2025

তিরিশ বছর পরেও|Tirish Bochor Poreo Ami|Lyrics

Bymelomasum

Aug 13, 2024
welcome to melomasum.com

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কতা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

স্বাধীনতা কি বৈশাখী

মেলা পান্তা ইলিশ খাওয়া

স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া

স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার

স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার

স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়

স্বাধীনতা কি আজ বন্ধি আনুস্থানিকতায়

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বি বাড়ী

স্বাধীনতা কি ফুটপাথে শোওয়া গৃহহীন নরনারী

স্বাধীনতা কি হোটেলে

হোটেলে গ্রান্ড ফ্যাশান শো

স্বাধীনতা কি দুঃখীনি

নারীর জরাজীর্ণ বস্ত্র

স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা

স্বাধীনতা কি অন্নের

খোঁজে কিশোরী প্রমোদবালা

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

স্বাধীনতা কি নিরীহ

লোকের অকারণে প্রাণদন্ড

স্বাধীনতা কি পানির

ট্যাংক গলিত লাশের গন্ধ

স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ

স্বাধীনতা কি ক্ষমতা

হরণে চলে বন্দুক যুদ্ধ

স্বাধীনতা কি সন্ত্রাসীর

হাতে মারণাস্ত্রের গর্জন

স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

আজ নেই বগী, নেই ইংরেজ,

নেই পাকিস্তানী হানাদার

আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার

আজ তবু কি লাখো শহীদেও রক্ত যাবে বৃথা

আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কতা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

কি দেখার কথা কি দেখছি

কি শোনার কথা কি শুনছি

কি ভাবার কথা কি ভাবছি

কি বলার কথা কি বলছি

৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

thanks all for visite

আমি ফাইসা গেছি|Ami faisa gechi|Lyrics

One thought on “তিরিশ বছর পরেও|Tirish Bochor Poreo Ami|Lyrics”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *