তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে সর্গ যে পাই
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে সর্গ যে পাই
আজ মধু রাত আমার ফুল সয্যা|Aj modhu rat amar fulsojja|Kumar sanu|Bangla lyrics
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে সর্গ যে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই
তুমি আছো এতো কাছে তাই
যত ব্যথা ছিল গো আমার
তোমার পরশে দূর হলো
হো যত ব্যথা ছিল গো আমার
তোমার পরশে দূর হলো
হৃদয়ের মন বিনা
নিমেষে গানের সুর হলো
নিমেষে গানের সুর হলো
তোমার দেওয়া সে গান আজ
তোমাকেই গেয়ে যে শুনাই
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে সর্গ যে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই
তুমি আছো এতো কাছে তাই
সাধ ছিল বাসবো ভালো
তোমায় কখনো পাই যদি
হাঁ সাধ ছিল বাসবো ভালো
তোমায় কখনো পাই যদি
ভাবিনি তো এ প্রেম হবে
দু কুল ছাপানো এক নদী
দু কুল ছাপানো এক নদী
তোমার আমার যা কিছু
এই স্রোতে এসোনা ভাসাই
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে সর্গ যে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই
তুমি আছো এতো কাছে তাই
হুম হুম হুম হুম হে… লা লা লা লা
হে…আ হা হা হো.. লা লা লা লা