• Sat. Mar 15th, 2025

তুমি আমার এমনই একজন|Tumi Amar Emoni Ekjon|Lyrics

Bymelomasum

Aug 10, 2024
welcome to melomasum.com

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

ভালোবাসার সাগর তুমি
ভালোবাসার সাগর তুমি, বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
তবু পিপাসাতে আঁখি হয় রে ছলোছল
হয় রে ছলোছল
তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ
বিরহে মরণ

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

প্রাণের প্রদীপ হয়ে তুমি
প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ
ভরাবো চরণ

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

তুমি মোর জীবনের ভাবনা|Tumi Mor Jiboner Bhabona|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *