• Sat. Mar 15th, 2025

তুমি কেমনে এত নিঠুর হইলা |Tumi kemne eto nithur hoila|Lyrics

Bymelomasum

Aug 13, 2024
welcome to melomasum.com

তুমি কেমনে এত নিঠুর হইলা অন্ত র পোড়াইয়া

ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্ত র পোড়াইয়া

ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা….

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমি দুঃখেরমাঝে সুখ খুঁজেছি সারাটা জনম

দুঃখ আমার ভালোবাসা দুঃখ আমার জীবন

আমি দুঃখের মাঝে সুখ খুঁজেছি সারাটা জনম

তুমিকাছে আইসা দুঃখটারে বাড়াইয়া গেলা

ভালোবাসার সব শিখাইয়া না চাইলা

ফিরিয়া তুমি কেমনে এত নিঠুর হইলা…

এইজনমে তোমার আমার হইব নারে মিলন

আমার বুকের ভিতর আগুন জ্বলে তুষেরই মতন

এইজনমে তোমার আমার হইব নারে মিলন

আমার বুকের ভিতর আগুন জ্বলে তুষেরই মতন

আমি আরেক জনম চাইব শুধু তোমারও লাগিয়া

ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা অন্ত র পোড়াইয়া

ভালোবাসার সব শিখাইয়া না চাইলাফিরিয়া

তুমি কেমনে এত নিঠুর হইলা

THANKS ALL FOR VISITE

আশা ছিল মনে মনে|Asha silo mone mone|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *