wellcome to melomasum.com
বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতী
আগামিতে দেখ গড়বে মব মুক্তিযুদ্ধার নাতী
অন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতী
আগামীতে দেশ চালাবে সব মুক্তিযুদ্ধার নাতি
তুমি কে আমি কে রাজাকার, রাজাকার
চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার
তুমি কে আমি কে রাজাকার, রাজাকার
চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার
মানুষ হয়ে মানুষ পেঠাই সামান্য বুক কাঁদে না!
অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা!
মানুষ হয়ে মানুষ পেঠাই সামান্য বুক কাঁদে না!
অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা!
দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ
এত অন্ধ হলাম কবে কবে পিরবে মোদের হোঁস
একটু খানি জড়িয়ে ভাবুন দোহাই একটু আস্তে মারুন
ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন
মানুষ হয়ে লাভ কি হলো দেশের একি হাল হলো
রক্তাক্ত ভাই-বোনেরা চাইছে সংস্কার
thanks for visit