তুমি ডেকেছো.তাই এসেছি
আমি এই যে পৃথিবীতে
এই জীবন তোমার দেয়া
তুমি চাইলেই পারো নিতে
তুমি ডেকেছো.তাই এসেছি
আমি এই যে পৃথিবীতে
এই জীবন তোমায় দেয়া
তুমি চাইলেই পারো নিতে
তোমার বিন্দু প্রেমের মূল্য
আমার প্রানের সমতুল্য
তোমার বিন্দু প্রেমের মূল্য
আমার প্রানের সমতুল্য
তোমায় রাখবো যতন করে
আমার বুকের মধ্যখানে
আমি ছাড়া তুমি কোথায়
আর কেউ না যেনো জানে
তোমায় রাখব যতন করে
আমার বুকের মধ্যখানে
আমি ছাড়া তুমি কোথায়
আর কেউনা যেন জানে
ঐ আকাশ ছোঁয়া আদর
আমি চাই যে তোমায় দিতে
তুমি ডেকেছো তাই এসেছি
আমি এই যে পৃথিবীতে
এ জীবন তোমার দেয়া
তুমি চাইলেই পারো নিতে
তোমার বিন্দু প্রেমের মূল্য
আমার প্রানের সমতুল্য
তোমার বিন্দু প্রেমের মূল্য
আমার প্রাণের সমতুল্য
আমার অন্তর আত্মা তুমি
তোমার প্রেমি রক্ত কণা
আমি আমায় পর করেছি
তোমায় করে আপনজনা
আমার অন্তর আত্মা তুমি
তোমার প্রেমি রক্ত কণা
আমি আমায় পর করেছি
তোমায় করে আপনজনা
এই মনটা তুমি রেখো
তোমার হৃদয় ফুলদানীতে
তুমি ডেকেছো.তাই এসেছি
আমি এই যে পৃথিবীতে
এজীবন তোমার দেয়া
তুমি চাইলেই পারো নিতে
তুমি ডেকেছো.তাই এসেছি
আমি এই যে পৃথিবীতে
এ জীবন তোমার দেয়া
তুমি চাইলেই পারো নিতে
তোমার বিন্দু প্রেমের মূল্য
আমার প্রানের সমতুল্য
তোমার বিন্দু প্রেমের মূল্য
আমার প্রানের সমতুল্য