ভাংলা আমার মন
মইরা গেলে বুঝবা ঠিকি
কে আপনজন স্বার্থ পরের মতো তুমি
ভাংলা আমার মন
মইরা গেলে বুঝবা ঠিকি
কে আপনজন
মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
তুমি মানুষ ভাবো কারে যে তোমার সাপের চোবল মারে
ও তুমি মানুষ ভাবো কারে, যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে
ভাবছো তুমি দূরে আছি
চোখের আড়াল করে
তোমায় ভেবে বাচি আমি
প্রেম খেলার তীরে ভাবছো তুমি দূরে আছি
চোখের আড়াল করে
তোমায় ভেবে বাচি আমি
প্রেম খেলার তীরে মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে তুমি মানুষ ভাবো কারে আমি এক এমন পাখি|Ami ek emon pakhi|Sathy khan|Bangla lyrics যে তোমার সাপের চোবল মারে
ও তুমি মানুষ ভাবো কারে, যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে
প্রেম হইলো রে বাবুই পাখি
আদর দিয়া রাখি
যায় যদি সে উড়ে বলো কেমন কইরা থাকি প্রেম হইলো রে বাবুই পাখি
আদর দিয়া রাখি
যায় যদি সে উড়ে বলো
কেমনে কইরা থাকি মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
তুমি মানুষ ভাবো কারে যে তোমার সাপের চোবল মারে
ও তুমি মানুষ ভাবো কারে, যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে