• Thu. Apr 24th, 2025

 তুমি যাকে ভালোবাসো|Tumi jake valobasho|Anupom|Emon chokroborty|Bangla lyrics|

Bymelomasum

Dec 6, 2024
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল
বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল
কোথায় দাঁড়াই
কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

বুকের ভেতর ফুঁটছে যেন মাছের কানকোর লাল
এতো নরম
শাড়ীর সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
বিপদ বড়ো
কথার ওপর কেবল কথা

যদি বারে বারে একই সুরে | Jodi bare bare eki sure prem tomai kadai|Kobitar gaan|Bangla lyrics|
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *