• Thu. Apr 24th, 2025

তোমাকে চাই, শুধু তোমাকে চাই|Tomake Chai Shudhu Tomake Chai|Lyrics

Bymelomasum

Aug 10, 2024
welcome to melomasum.com

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

আর কিছু জীবনে পাই বা না পাই

বাঁধনহারা মনটা আমার

শাসন-বারণ মানে না

তোমারই প্রেমে পাগল পরাণ

আর কিছু তো জানে না

চোখের স্বপন তুমি

বুকের কাঁপন তুমি

কতো আপন তুমি

জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

আর কিছু জীবনে পাই বা না পাই

সারাটি জীবন, ছায়ার মতন

আমার পাশে থাকো না

বুকের ঘরে, যতন করে

আমাকে তুমি রাখো না

আমার জীবন তুমি

আমার মরণ তুমি

কতো আপন তুমি

জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

আর কিছু জীবনে পাই বা না পাই

এমন একটা দিন নাই, |Emon Ekta Din Nai|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *