welcome to melomasum.com
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার
শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ
আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি
বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
সারাটি জীবন, ছায়ার মতন
আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি
আমার মরণ তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
এমন একটা দিন নাই, |Emon Ekta Din Nai|Lyrics