• Sun. Feb 16th, 2025

তোমার আকাশ দুটি চোখে|Tomar akash duti cokhe |Bangla lyrics|

Bymelomasum

Nov 2, 2024
তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

বলছি তোমার কানে কানে|Bolchi tomar kane kane|Asha vosle|Bangla lyrics

আমি হয়ে গেছি তারা

এই জীবন ছিল

নদীর মতো গতিহারা

এই জীবন ছিল

নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

আগে ছিল শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়

আগে ছিল শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়

আজ যখনই ডাকি

জানি তুমি দিবে সাড়া

এই জীবন ছিল

নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

গানে নতুন করে এলো সুর

এ যেন আগের চেয়ে সুমধুর

গানে নতুন করে এলো সুর

এ যেন আগের চেয়ে সুমধুর

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর

বয়ে চলেছে যে তাই

ভালবাসার একধারা

এই জীবন ছিল

নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

ও ও ও আমি হয়ে গেছি তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *