তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) Sandipan Roy, Shreya Ghoshal|Bangla lyrics| ডাইনে তোমার চাচার বাড়ি বায়ের দিকে পুকুরঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়েনা সেই ভাবনায় বয়স আমার বাড়েনা অন্তরে থাক পদ্ম-গোলাপ গদ্যে-পদ্যে আঁকছি মুখ ঘুরতে ছিলাম রঙ্গের মেলায় অপূর্ব সে তোমার চোখ অমন পলক ফেলতে তো কেউ পারেনা অমন পলক ফেলতে তো কেউ পারেনা তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরৎ চাইনি কোনোদিন মন কি তোমার হাতের নাটাই তোমার কাছে আমার ঋণ মন হারালেও মনের মানুষ হারে না মন হারালেও মনের মানুষ হারে না তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ডাইনে তোমার চাচার বাড়ি বায়ের দিকে পুকুরঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়েনা সেই ভাবনায় বয়স আমার বাড়েনা Post Views: 19 Post navigation Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) Sandipan Roy, Shreya Ghoshal|Bangla lyrics| বাঁশপাতা আর কলমিলতা বাংলা গানের লিরিক্স | bash pata r kolmi lota…lyrics
নিঠুর মনোহর | আমার বন্ধু চিকন কালিয়া|Amar bondhu chikon kaliya|Bangla lyrics| Feb 14, 2025 melomasum