• Sun. Feb 16th, 2025

তোমার বাড়ির সামনে দিয়ে | Tomar Barir samne|Kisor kumar|Bangla lyrics|

Bymelomasum

Nov 30, 2024
তোমার বাড়ির সামনে দিয়ে আমার

মরন যাত্রা যেদিন যাবে

মরন যাত্রা যেদিন যাবে

তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো

দিন যায় কথা থাকে বাংলা গানের লিরিক্স | din jay kotha thake|Bangla lyrics|

শেষ দেখাটা দেখতে পাবে

মরন যাত্রা যেদিন যাবে..…

আমায় দেখতে তোমায় দেয়নি যারা

জানবে না যে কেউ তো তারা

আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে

দেখবো তোমায় বিভোর ভাবে

মরন যাত্রা যেদিন যাবে

তুমি ফুল ছুড়োনা উপর থেকে

একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস

আমার শিওরে জলা ধুপের ধোয়ায়

ওটাই হবে সুখের বাতাস

তুমি ফুল ছুড়না উপর থেকে…

যদি নতুন কোন জন্ম থাকে

পাবো দুজন দুজনাকে

সেদিন নতুন হয়ে আসব কাছে

তখন তোমায় কে আটকাবে

মরন যাত্রা যেদিন যাবে

তোমার বাড়ির সামনে দিয়ে আমার

মরন যাত্রা যেদিন যাবে

মরন যাত্রা যেদিন যাবে……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *