welcome to melomasum.com তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়– জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥ তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, সন্ধ্যবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো ॥ Post Views: 41 Post navigation Softly Lyrics Ore Grihabasi (ওরে গৃহবাসী)lLyrics
যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit| Mar 1, 2025 melomasum