ভালোবাসি বলেরে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
থাকতে যদি না পাই তোমায়
থাকতে যদি না পাই তোমায়
চাইনা মরিলে আমায় কাঁদালে
ভালোবাসি বলেরে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
ভালোবাসা করে যে জন
কাঁদিতে হয় অতি গোপন
ভালোবাসা করে যে জন
কাঁদিতে হয় অতি গোপন
শুস্ক বৃক্ষের কষ্ট যেমন
শুস্ক বৃক্ষের কষ্ট যেমন
পাতা নাই ডালে আমায় কাঁদালে
ভালোবাসি বলেরে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
ভালোবাসার এমন রীতি
কাঁদিতে হয় দিবা রাতি
ভালোবাসার এমন রীতি
কাঁদিতে হয় দিবা রাতি
তবু আমি মালা গাঁথি
তবু আমি মালা গাঁথি
পরেছি গলে আমায় কাঁদালে
ভালোবাসি বলেরে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
তাই বুজি আজ বুক ভেসে যায়
তাই বুজি আজ বুক ভেসে যায়
নয়নের জলে আমায় কাঁদালে
ভালোবাসি বলেরে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে
তিরিশ বছর পরেও|Tirish Bochor Poreo Ami|Lyrics