• Fri. Dec 13th, 2024

থাকতে যদি না পাই তোমায়|Thakte jodi na pai tomai|Lyrics

Bymelomasum

Aug 13, 2024
ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে

থাকতে যদি না পাই তোমায়

থাকতে যদি না পাই তোমায়

চাইনা মরিলে আমায় কাঁদালে

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে

ভালোবাসা করে যে জন

কাঁদিতে হয় অতি গোপন

ভালোবাসা করে যে জন

কাঁদিতে হয় অতি গোপন

শুস্ক বৃক্ষের কষ্ট যেমন

শুস্ক বৃক্ষের কষ্ট যেমন

পাতা নাই ডালে আমায় কাঁদালে

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে

ভালোবাসার এমন রীতি

কাঁদিতে হয় দিবা রাতি

ভালোবাসার এমন রীতি

কাঁদিতে হয় দিবা রাতি

তবু আমি মালা গাঁথি

তবু আমি মালা গাঁথি

পরেছি গলে আমায় কাঁদালে

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে

তাই বুজি আজ বুক ভেসে যায়

তাই বুজি আজ বুক ভেসে যায়

নয়নের জলে আমায় কাঁদালে

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে

তিরিশ বছর পরেও|Tirish Bochor Poreo Ami|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *