দিন যায়, কথা থাকে সে যে কথা দিয়ে রাখল না
ভুলে যাবার আগে ভাবল না
সে যে কথা দিয়ে রাখল না
ভুলে যাবার আগে ভাবল না
সে কথা লেখা আছে বুকে দিন যায়, কথা থাকে
দিন যায়, কথা থাকে সে কথা নয়নে আগুন-আলপনা আঁকে
স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে সে কথা নয়নে আগুন-আলপনা আঁকে
স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে সে জ্বালা-যন্ত্রণা কাউকে বলব না
বলব আছি কী যে সুখে দিন যায়, কথা থাকে
দিন যায়, কথা থাকে মনপাখি তুই থাক রে খাঁচায় বন্দি
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি মনপাখি তুই থাক রে খাঁচায় বন্দি
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি কী আছে পাওনা, কার কাছে দেনা
যাক সে হিসাব চুকে দিন যায়, কথা থাকে
দিন যায়, কথা থাকে সে যে কথা দিয়ে রাখল না
ভুলে যাবার আগে ভাবল না
সে যে কথা দিয়ে রাখল না
ভুলে যাবার আগে ভাবল না
সে কথা লেখা আছে বুকে দিন যায়, কথা থাকে
দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে
দিন যায়, কথা থাকে পাখি রে, তুই|Pakhire Tui|Subir nondi|Lyrics