• Sat. Mar 15th, 2025

দুই চাক্কার সাইকেল(Dui Chakkar Cycle)-লিরিক্স | Syed Omy | Sanzida Rimi

Bymelomasum

Dec 30, 2024
দেখে তোরে মনে ধরেছে 
ওরে ও সুন্দরী

আরে দেখে তোরে মনে ধরেছে 
ওরে ও সুন্দরী

চোখে চোখে কথা বলো মুখে কিছু বলোনা(Chokhe Chokhe Kotha Bolo)-লিরিক্স | নন্দিতা

আকাশ থাইকা নামলো বুঝি
ডানা ছাড়া পরী

কতো পাগল দেখেছি আমি 
করে ঘোরাঘুরি

যতই করিস তুই হিরোগিরি
 হবে না মন  চুরি

তোর ডাগর ডাগর চোখে 
কালো কাজল মেখে
নিলিরে দিন দুপুরে পরান কাড়িয়া
আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া

আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া
আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া

লাগবে রে হাওয়া হাওয়া উড়বে রে চুল
দেখবো রে মনটা ভরে

না না না 
পড়বো না তোর ফাঁন্দে ধরা
লাভ নাইরে পিছে ঘুরে

হেই লাগবে রে হাওয়া হাওয়া উড়বে রে চুল
দেখবো রে মনটা ভরে

না না না 
পড়বো না তোর ফাঁন্দে ধরা
লাভ নাইরে পিছে ঘুরে

 তোর ডাগর ডাগর চোখে 
কালো কাজল মেখে
নিলিরে দিন দুপুরে পরান কাড়িয়া

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া

আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া
আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া


হাওয়ারি বেগে বেগে চলবে সাইকেল
তোরে লইয়া রে সাথে


কে করবে তোর ইচ্ছে পুরন
সময় নাই আমার হাতে

হেই হাওয়ারি বেগে বেগে চলবে সাইকেল

তোরে লইয়া রে সাথে


ধুর ছাই,কে করবে তোর ইচ্ছে পুরন
সময় নাই আমার হাতে

 তোর ডাগর ডাগর চোখে 
কালো কাজল মেখে
নিলিরে দিন দুপুরে পরান কাড়িয়া

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া


আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া
আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া

তোরে দেখামু শহর ঘুরাইয়া


আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া
আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *