ফাগুন মাসে কাঁচা বাঁশে গুনগুনিয়ে ভ্রমরা আসে প্রেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্টু কোকিল ডাকেরে কুক কুক কুক কুক কুক কুক চোখে চোখে কথা বল মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন কর শুধু ছলনা থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে প্রেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্টু কোকিল ডাকেরে কুক কুক কুক কুক কুক নদীর বুকে চড় আমি কি তোর বর আকাশ ভরা চান্দের আলোয় বাধবো সুখের ঘর ধিকি ধিকি জ্বলে আগুন জলের ছিটায় নেভেনা খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না পথ চেয়ে আছি বসে কখন তুমি আসবে এসে প্রেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্টু কোকিল ডাকেরে কুক কুক কুক কুক কুক Post Views: 84 Post navigation এক বিন্দু ভালোবাসা দাও\ Ek bindu valobasa daw|Lyrics Laage Ura Dhura Lyrics | লাগে উরা ধুরা | Toofan