• Sun. Feb 16th, 2025

দেখনা মন ঝাক মারি|Dekh na mon jak mari|Lalon fokir|Bangla lyrics|

Bymelomasum

Dec 3, 2024

পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।।

বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথা রে কার
ঠিক নাই তারই।
পিছে পিছে ঘুরছে শমন
কোনদিন হাতে দেবে দড়ি।।

জাত গেলো জাত গেলো বলে|Jat gelo jat gelo bole |Lalon fokir|Bangla lyrics

দরদের ভাই বন্ধুজনা
ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই।
খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।।

যা করো তাই করো রে মন
পিছের কথা রেখ স্মরণ বরাবরই।
দরবেশ সিরাজ সাঁই কয় শোন রে লালন
হোস নে কারো ইন্তেজারি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *