• Wed. Apr 23rd, 2025

দেবদাস | Debdas |James | Nagor baul|Bangla lyrics|

Bymelomasum

Oct 21, 2024
আরও গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়
আবগেই খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার
পৃথিবীকে এইটুকু আনুরধ হায়

সুলতানা বিবিয়ানা | Sultana bibiana|James|Nagor baul|Bangla lyrics


উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস বলোনা আমায়

তানপুরাটা বাঝেনা সুরে
এ জীবন সেতো ছিঁড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ যে বহু দূরে
হতে চাইনা তার করুনা
পৃথিবীকে এইটুকু আনুরধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস বলোনা আমায়

ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার
পৃথিবীকে এইটুকু আনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস বলোনা আমায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *