আমার প্রতি ভাবনায়
আবগেই খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার
পৃথিবীকে এইটুকু আনুরধ হায় সুলতানা বিবিয়ানা | Sultana bibiana|James|Nagor baul|Bangla lyrics
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস বলোনা আমায় তানপুরাটা বাঝেনা সুরে
এ জীবন সেতো ছিঁড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ যে বহু দূরে
হতে চাইনা তার করুনা
পৃথিবীকে এইটুকু আনুরধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস বলোনা আমায় ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার
পৃথিবীকে এইটুকু আনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস বলোনা আমায়