আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে যে এক
সকল দেশের সেরা
তাহার মাঝে আছে যে এক
সকল দেশের সেরা
সে যে স্বপ্ন দিয়ে তৈরি
সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি ভায়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ভায়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি
বক্ষে আমার ধরি
ওমা তোমার চরণ দুটি
বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম
যেন এই দেশেতে মরি (সকল দেশের রানি
(সে যে আমার জন্মভূমি)
(সে যে আমার জন্মভূমি)
সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা শাখি
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
পুষ্পে পুষ্পে ভরা শাখি
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি
পুঞ্জে পুঞ্জে ধেয়ে
(পুঞ্জে পুঞ্জে ধেয়ে)
গুঞ্জরিয়া আসে অলি
পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে
ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি হায়রে আমার মন মাতানো দেশ|Haire amar mon matano desh|Lyrics