নাগরিক নন্দিনী
কাহার কথায় চল
তুমি কার ঘরে বন্দিনী…। নিদ্রাতে আচ্ছন্ন সেই
গাঁওগ্রামের কিশোরী
এখন সে আর করেনা ছুটোছুটি
ফুল পাখী নিয়ে বাড়াবাড়ি
এখন সে সোনার গাঁ শেরাটনে
বড় বড় পার্টিতে যায়
এখন সে বারিধারা গুলশানে
বি এম ডাব্লু হাকায়
নন্দিনী নন্দিনী
নাগরিক নন্দিনী
কাহার কথায় চল
তুমি কার ঘরে বন্দিনী…। সন্ধা সমীরনে
কি ভাবে মনে মনে
আকাশ ছোঁয়া ঘরে বসে
পিৎজা আলোড়নে
স্মৃতির পিছুটানে
আমাকে কি ভেবে ভেবে হাসে
নন্দিনী নন্দিনী
নাগরিক নন্দিনী
কাহার কথায় চল
তুমি কার ঘরে বন্দিনী…।