তুমি নেই আজ আমি শুধু আছি, একা বেঁচে আছি
নিঝুম রাতের আঁধারে জোনাকিরা মিটিমিটি জ্বলে হয়তো তোমারি জন্য|Hoito tomar jonno|Bangla lyrics|
তুমি নেই আজ আমি শুধু আছি, একা বেঁচে আছি মেঘলা আকাশ, পথের নেই কোনো দিশা
তবুও তোমায় খুঁজেছি আমি, খুঁজেছি একা একা
মেঘলা আকাশ, পথের নেই কোনো দিশা
তবুও তোমায় খুঁজেছি আমি, খুঁজেছি একা একা নিঝুম রাতের আঁধারে জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি, একা বেঁচে আছি সুখের সে দিন চোখের জলে মুছে গেছে
তবুও সে সুখ খুঁজেছি আমি, খুঁজেছি মনের মাঝে
সুখের সে দিন চোখের জলে মুছে গেছে
তবুও সে সুখ খুঁজেছি আমি, খুঁজেছি মনের মাঝে নিঝুম রাতের আঁধারে জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি, একা বেঁচে আছি
নিঝুম রাতের আঁধারে জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি, একা বেঁচে আছি