আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীরো ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীরো ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া… দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরানের খবর আ…. রে..আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরানের খবর আমি প্রেমফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া, প্রেমফাঁসি আমি প্রেমফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া… Post Views: 17 Post navigation eto kosto keno valobashai |এত কষ্ট কেন ভালবাসায়|Ark|Hasan|bangla lyrics| বন্ধে মায়া লাগাইছে| Bondhe Maya Lagaiche|Abdul karim|Bangla lyrics|
যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit| Mar 1, 2025 melomasum