চোখের তারায় রং জমেছে
এখন কোনো দুঃখ নেই
নেই কোনো ভাবনা
এমনি করেই দিন যদি যায়, যাক না নেশার লাটিম ঝিম ধরেছে
চোখের তারায় রং জমেছে
এখন কোনো দুঃখ নেই
নেই কোনো ভাবনা
এমনি করেই দিন যদি যায়, যাক না নেশার লাটিম ঝিম ধরেছে
চোখের তারায় রং জমেছে জড়ি দিয়ে যেমন ওঝা
নামায় সাপের বিষ
রসের হাড়ি তেমনি আমার
বিষের মারে টিষ
এখন পেটে রস পড়েছে
তাই তো সুখের ঢেউ জেগেছে দুঃখ হলে ভাবনা বাড়ে
ভাবনা হলেই দুঃখ বাড়ে
বেশ তো মজা গোলকধাঁধার খেলা
সাধে কি আর জীবনটাকে
হাতের তালির ফাঁকে ফাঁকে
হাসিমুখে করি হেলাফেলা মুগুর দেখে কুকুর যেমন
পালায় লেঙ্গুর তুলে
ভাবনাগুলো তেমনি ভাবায়
রসের বোতল খুলে এখন রসের বান ডেকেছে
তাই তো গানের সুর লেগেছে
এখন কোনো দুঃখ নেই
নেই কোনো ভাবনা
এমনি করে দিন যদি যায়, যাক না নেশার লাটিম ঝিম ধরেছে
চোখের তারায় রং জমেছে
নেশার লাটিম ঝিম ধরেছে
চোখের তারায় রং জমেছে দিন যায়, কথা থাকে|Din Jae Kotha Thake|Lyrics