• Wed. Dec 11th, 2024

পরো পরো চৈতালি সাঁজে|Poro chaitali saje …lyrics..

Bymelomasum

Jun 17, 2024
পরো পরো চৈতালি সাঁজে কুস্‌মি শাড়ি
আজ তোমার রূপের সাথে চাঁদের আড়ি,
পরো-পরো চৈতালি সাঁজে কুস্‌মি শাড়ি
পরো পরো চৈতালি সাঁজে।

পরো ললাটে কাঁচপোকার টিপ
পরো ললাটে কাঁচপোকার টিপ,
আলতা পরো পায়ে ..
আলতা পরো পায়ে হৃদি নিঙাড়ি
তুমি আলতা পরো পায়ে হৃদি নিঙাড়ি,
পরো-পরো চৈতালি সাঁজে কুস্‌মি শাড়ি
আজ তোমার রূপের সাথে চাঁদের আড়ি,
পরো পরো চৈতালি সাঁজে।[Instrumental Break]

প্রজাপতির ডানা-ঝরা সোনার টোপাতে
প্রজাপতির ডানা-ঝরা সোনার টোপাতে,
ভাঙা ভুরু জোড়া দিও,
ভাঙা ভুরু জোড়া দিও রাতুল শোভাতে।

বেল-যূথিকার গড়ে মালা পরো খোঁপাতে
বেল-যূথিকার গড়ে মালা পরো খোঁপাতে,
দিও উত্তরীয় শিউলি-বোঁটার রঙের ছোপাতে
দিও উত্তরীয় শিউলি-বোঁটার রঙের ছোপাতে।

রাঙা সাঁঝের সতিনী তুমি রূপ-কুমারী
রাঙা সাঁঝের সতিনী তুমি রূপ-কুমারী,
পরো পরো চৈতালি সাঁজে কুস্‌মি শাড়ি
আজ তোমার রূপের সাথে চাঁদের আড়ি,
পরো-পরো চৈতালি সাঁজে কুস্‌মি শাড়ি
পরো পরো চৈতালি সাঁজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *