• Sat. Mar 15th, 2025

পাহাড়ের কান্না দেখে|Paharer kanna dekhe|Subir nandi|Bangla lyrics|

Bymelomasum

Nov 30, 2024
পাহাড়ের কান্না দেখে

পাহাড়ের কান্না দেখে

তোমরা তাকে ঝর্ণা বলো

ওই পাহাড়টা বোবা বলেই

কিছু বলে না

তোমরা কেন বোঝো না যে

কারো বুকের দুঃখ নিয়ে

কাব্য চলে না…..

পাহাড়ের কান্না দেখে…

তোমরা তাকে ঝর্ণা বলো

ধরতে বুকে এক ফোঁটা জল

কেউ জানে না কত ব্যথায়

মেঘের হৃদয় হলো কাজল

ধরতে বুকে এক ফোঁটা জল

কেউ জানে না কত ব্যথায়

মেঘের হৃদয় হলো কাজল

তোমরা দেখো বৃষ্টি নুপূর

তোমরা দেখো বৃষ্টি নুপূর

দেখোনা……………….

আঘাত ছাড়া মেঘ তো গলে না

ওই কালো মেঘ বোবা বলেই

কিছু বলে না

তোমরা কেন বোঝো না যে

কারো বুকের দুঃখ নিয়ে

কাব্য চলে না…….

পাহাড়ের কান্না দেখে

তোমরা তাকে ঝর্ণা বলো….

ফুটতে বনে এক গোছা ফুল

কেউ জানে না কি আগুনে

রঙের নেশায় হলো আকুল

ফুটতে বনে এক গোছা ফুল

কেউ জানে না কি আগুনে

রঙের নেশায় হলো আকুল

তোমরা দেখো বৃষ্টি বরণ

তোমরা দেখো বৃষ্টি বরণ

দেখোনা……….

দহন ছাড়া অগ্নি জ্বলে না

ওই ফোটা ফুল বোবা বলেই

কিছু বলে না

তোমরা কেন বোঝো না যে

কারো বুকের দুঃখ নিয়ে

কাব্য চলে না…….

পাহাড়ের কান্না দেখে…

তোমরা তাকে ঝর্ণা বলো

উম্….উম্….উম্….উম্….

আ..আ..আ..

আ..আ..আ..আ..আ..আ..

ও..ও..ও…ও….ও…ও

উম্..উম্..উম্..

আ..আ..আ..আ..আ..আ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *