• Sat. Mar 15th, 2025

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে|Prithibite sukh bole jodi kichu |Salman sha|Bangla lyrics|

Bymelomasum

Dec 11, 2024
পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা

তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

একবার যদি কেউ |Ekbar jodi keu valobashto|Sayed abdul hadi|Bangla lyrics|

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা

তার নাম প্রেম

পৃথিবীর চার পাশে

যে দিকে তাকাই

সেখানেই তোমাকে

পাই খুঁজে পাই

পৃথিবীর চার পাশে

যে দিকে তাকাই

সেখানেই তোমাকে

পাই খুঁজে পাই

পাশা পাশি থাকবো

বুকে ধরে রাখবো

হৃদয়ের দাম দিয়ে

হৃদয় নিলাম

তার নাম ভালোবাসা

তার নাম প্রেম

এ জীবন সংসার

বড় মধুময়

যদি গো সেখানে

ভালোবাসা রয়

এ জীবন সংসার

বড় মধুময়

যদি গো সেখানে

ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি

তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা

তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা

তার নাম প্রেম

জ্বালে পুড়ে মরার মাঝে

যদি কোনো সুখ থাকে

তার নাম ভালোবাসা

তার নাম প্রেম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *