• Sat. Jan 25th, 2025

পৃথিবীর সব সুখ ছাড়তে পারি|Prithibir sob sukh sarte pari |doly saontoni| Lyrics|

Bymelomasum

Jun 20, 2024
পৃথিবীর সব সুখ ছাড়তে পারি..

যদি তুমি থাকো কাছে

মেঘ হয়ে আমি ভাসতে পারি..

আকাশ হয়ে থেকো পাশে

ভুলতে পারবোনা কভুও তোমায়

মরণ যদিও লেখা থাকে

তুমি শুধু আমার, তুমি শুধু আমার

পৃথিবীর সব সুখ ছাড়তে পারি..

যদি তুমি থাকো কাছে

কোনো গানের রিকুয়েষ্ট থাকলে জানাবেন

চাঁদে যেমন আলো থাকে

থাকে সুখের বেদনা..

আমারি বুকে তুমি আছো

কি করে বোঝাবো বলো না

এ বুকে তোমাকে রাখবো ধরে

তোমাকে ছেড়ে আমি যাবো না

পৃথিবীর সব সুখ ছাড়তে পারি..

যদি তুমি থাকো কাছে

গানে লাইক দিয়ে পাশে থাকবেন

নতুন গানের জন্য আমার সংবুক দেখুন

গোলাপে যেমন কাটা আছে

আছে আলোরি ছায়া

তুমি আছো বলে আমিও আছি

আছে বিরহ মায়া

রেখেছি যতনে, আমারি মনে

ভুল বুঝে কখনও যেও না

পৃথিবীর সব সুখ ছাড়তে পারি..

যদি তুমি থাকো কাছে

মেঘ হয়ে আমি ভাসতে পারি..

আকাশ হয়ে থেকো পাশে

ভুলতে পারবোনা কভুও তোমায়

মরণ যদিও লেখা থাকে

তুমি শুধু আমার,তুমি শুধু আমার

পৃথিবীর সব সুখ ছাড়তে পারি..

যদি তুমি থাকো কাছে

মেঘ হয়ে আমি ভাসতে পারি..

আকাশ হয়ে থেকো পাশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *