• Sat. Mar 15th, 2025

পৃথিবী বদলে গেছে বাংলা গানের লিরিক্স | Prithibi Bodle Gechhe|Kisor kumar|Bangla lyrics|

Bymelomasum

Dec 2, 2024
পৃথিবী বদলে গেছে….
যা দেখি নতুন লাগে……..
পৃথিবী বদলে গেছে….
যা দেখি নতুন লাগে……..
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে….
পৃথিবী বদলে গেছে….
যা দেখি নতুন লাগে…..
সময় চিরদিন শুধুই বয়ে যায়
থেমে সে তো থাকে না
সময় চিরদিন শুধুই বয়ে যায়
থেমে সে তো থাকে না
কত ঝড় মেঘ আসে চলে যায়
আকাশ মনে রাখে না
শুধু প্রথম জীবনের ভালোবাসা
স্বপ্নেরই মত জাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে….
পৃথিবী বদলে গেছে….
যা দেখি নতুন লাগে……..
হাহাহা…..হাহাহা…
হাহা হাহা হাহাহা….হাহা..
পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
ভালোই হতো সেই দিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকে পাবো নাকি
আজ প্রাণের অণুরাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে….
পৃথিবী বদলে গেছে….
যা দেখি নতুন লাগে……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *