• Sun. Feb 16th, 2025

প্রেমের মরা জলে ডুবে না|Premer Mora Jole Dube Na| আব্দুল আলীম|Bangla lyrics|

Bymelomasum

Jan 30, 2025
প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।

এমন তাবিজ করবো তোমারে|Emon Tabiz Korbo Tomare | Samiya|Bangla lyrics|

প্রেম কইরাছে আইয়ুব নবী
যার প্রেমে রহিমা বিবি গো

প্রেম কইরাছে আইয়ুব নবী
যার প্রেমে রহিমা বিবি গো
তারে আঠারো সাল কিরায় খাইলো
আঠারো সাল
তারে আঠার সাল কিরায় খাইলো
তবু রহিমা ছাড়ল না দরদী

প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।

প্রেম কইরাছে ইউসুফ নবী
যার প্রেমে জুলেখা বিবি গো

প্রেম কইরাছে ইউসুফ নবী
যার প্রেমে জুলেখা বিবি গো

ও সে প্রেমের দায়ে জেল খাটিল
প্রেমের দায়ে
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবু সে প্রেম ছাড়ল না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।

তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।

প্রেম কইরাছে মুসা নবী
যার প্রেমে দুনিয়ার খুবি গো

প্রেম কইরাছে মুসা নবী
যার প্রেমে দুনিয়ার খুবি গো

হায়রে পাহাড় জ্বলে সুরমা হইলো
পাহাড় জ্বলে
হায়রে পাহাড় জ্বলে সুরমা হইলো
তবুও মুসা জ্বললো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না

তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী
প্রেমের মরা জলে ডুবে না।

ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী
প্রেমের মরা জলে ডুবে না
প্রেমের মরা জলে ডুবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *