• Sun. Feb 16th, 2025

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে|Preme poreche Mon preme Poreche|Sabina yasmin|Bangla lyrics|

Bymelomasum

Jan 19, 2025
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

Sob Sokhire Par Korite |সব সখিরে পার করিতে|Andrew kishor|Bangla lyrics

সে আমার সাথেই চলে, কখনো কথা বলে

কখনো অনুভবে মিশে আছে মনে হয়

হু ভাবে মন আবল তাবল,

লাগেরে পাগল পাগল

কবে যে করবো আমি ভালোবেসে তাকে জয়

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

রাতের’ই ঘুম ভাঙিয়ে, আমার এ মন সাঁজিয়ে

সে আমায় ছুঁয়ে ছুয়ে স্বপ্ন জেনো একেঁ যায়

হু প্রাণেতে দোলা লাগে, এমন তো হয়নি আগে

আমাকে কল্পনাতে উদাস করে রেখে যায়

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *