বলছি তোমার কানে কানে আমার তুমি,
বলছি আমার গানে গানে আমার তুমি,
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা,
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা।
বলছি তোমার কানে কানে, আমার তুমি
হো বলছি আমার গানে গানে, আমার তুমি।
তুমি আমার, অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন,
হওনা তুমি, আরও কাছের
হওনা তুমি আরও আপন।
হো..তুমি আমার, অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন,
হওনা তুমি, আরও কাছের
হওনা তুমি আরও আপন।
এক সাগরে মিলবো বলে
তোমার আমার স্রোতে ভাসা..
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।
বলছি তোমার কানে কানে, আমার তুমি