• Sat. Mar 15th, 2025

বলছি তোমার কানে কানে|Bolchi tomar kane kane |Asha vosle |Bangla lyrics|

Bymelomasum

Nov 26, 2024
বলছি তোমার কানে কানে.আমার তুমি

বলছি আমার গানে গানে..আমার তুমি

আজকে আমার প্রান পেয়েছে

নিঝুম রাতের আঁধারে|Nijhum Rater Adhar|Khalid|Bangla song lyrics

অনেক নতুন ভাষা

অনেক দিনের স্বপ্ন যে

অনেক দিনের আশা!

.বলছি তোমার কানে কানে..আমার তুমি

বলছি আমার গানে গানে..আমার তুমি।

আজকে আমার প্রান পেয়েছে

অনেক নতুন ভাষা

অনেক দিনের স্বপ্ন যে

অনেক দিনের আশা!

বলছি তোমার কানে কানে..আমার তুমি

বলছি আমার গানে গানে..আমার তুমি।

YASMIN.তোমায় পেয়ে, হয় যে মনে

আর জনমেও সাথী ছিলাম

আমরা দু’জন মনের সুখে

অনেক জনম ঘুরে এলাম!

তোমায় পেয়ে, হয় যে মনে

আর জনমেও সাথী ছিলাম

আমরা দু’জন মনের সুখে

অনেক জনম ঘুরে এলাম!

চিরদিনই থাকবে একই…

আমাদের এই ভালবাসা!!

.বলছি তোমার কানে কানে..আমার তুমি

বলছি আমার গানে গানে.আমার তুমি

.তুমি আমার অনেক আপন,

মেনে নিয়েও বলে এ`মন~~

হয়না তুমি আর কাছে,

হওনা তুমি আরোও আপন,

তুমি আমার অনেক আপন,

মেনে নিয়েও বলে এ`মন~~

হয়না তুমি আর কাছে,

হওনা তুমি আরোও আপন,

এক সাগরে মিলবো বলে,

তুমার আমার স্রতে ভাসা~~

.বলছি তুমার কানে কানে,আমার তুমি

বলছি আমার গানে গানে.আমার তুমি

.আজকে আমার প্রান পেয়েছে

অনেক নতুন ভাষা

অনেক দিনের স্বপ্ন যে

অনেক দিনের আশা!

বলছি তোমার কানে কানে..আমার তুমি

.বলছি আমার গানে গানে..আমার তুমি।

আমার তুমি।

আমার তুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *